শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি পৌর শহরের সানাই কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফার শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভায় মন্ত্রী আরো বলেন, নুরুল ইসলাম খলিফা ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু দলের প্রয়োজনে ছিলেন নিবেদিত ও নিঃস্বার্থ প্রাণ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, ঝালকাঠির পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ।
স্মরণসভার আগে মন্ত্রী পৌরসভার গুরুধাম ব্রিজের পশ্চিম ঢালে একটি রাস্তার উন্নয়নমূলক কাজের নামফলক উন্মোচন করেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএস/জেডএস