শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম বিনসাড়া উত্তরপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, বিনসাড়া উত্তরপাড়া গ্রামের আবু হানিফের দুই ছেলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই সজিব বড় ভাই রাশেদুলকে ছুরিকাঘাত করেন। এতে রাশেদুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রাশেদুলের মরদেহ উদ্ধার করেছে।
রোববার (২২ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি