তিনি গত ১৬ অক্টোবর জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে ‘রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহায়তা’ বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার তার বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এরপর ১৭ অক্টোবর স্পিকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়েরেস ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক ফুমজিলে মোলামবো নগসুকার সঙ্গে বৈঠক করেন।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে স্পিকার দেশ ফিরলে তাকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসএম/জেডএস