ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় গাছের নিচে চাপা পড়ে লালন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

লালন নীলফামারী জেলা সদরের বাবড়িঝাড় হাজীপাড়া এলাকার হাচিনুলের ছেলে।

আহতরা হলেন-  মিজান (২৫), রতন (২২) ও দীনবন্ধু (২৮)। তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে লালন, মিজান, রতন ও দীনবন্ধু একটি ইজিবাইক নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী যাচ্ছিলেন। তারা সরকারপাড়া এলাকায় পৌঁছালে একটি গাছ ইজিবাইকটির ওপর ভেঙে পড়ে। এতে লালন ঘটনাস্থলেই নিহত ও তিন জন আহত হন।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।