এ পর্যন্ত ১৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৯ হাজার ৬৬ কেজি ইলিশ ও প্রায় ৩৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।
তিনি জানান, গত ১ অক্টোবর থেকে শনিবার বিকেল পর্যন্ত বরিশালে মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে ১ হাজার ৯৬টি অভিযান ও ৯১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৬০৬টি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএস/আরআর