শনিবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চরঈশ্বর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়।
স্থানীয়রা জানান, গত দুইদিনের ভারি বর্ষণ ও মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের কারণে বিকেলে চরঈশ্বর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের প্রায় দেড় হাজার ফুট বেড়িবাঁধ ভেঙে তালুকদার গ্রাম, বাদশা মিয়া হাজী গ্রাম, আব্দুল লতিফ হাজী গ্রাম, ৭নং গ্রাম, ফরাজী গ্রামসহ ১০টি গ্রাম প্লাবিত হয়।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মহাব্বত বাংলানিউজকে জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কারণে ১০টি গ্রামে জোয়ারের পানি ঢুকেছে। প্লাবিত এলাকার লোকজন স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া প্লাবিত হওয়ায় কাঁচাঘর, গৃহপালিত পশু, গবাদি পশু, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রেজাউল করিম বাংলানিউজকে জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ব্যাপারে খবর নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি