শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভাঙা দেয়ালের নিচে থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। ফয়সাল ওই গ্রামের হাবেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আমিরুল ও খাদেম আলীর সীমানা দেয়াল ধসে সিয়াম আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় রাস্তায় পড়ে থাকা দেয়াল সরাতে গিয়ে স্থানীয়রা ফয়সালকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি