জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে র্যালি
রাঙ্গামাটি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা (র্যালি) রেব করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
এসময় কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অধ্যাপক সুদর্শন বড়ুয়া, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, শামীমা বানু, প্রভাষক পলাশ মুৎসুদ্দী, সাইফুল ইসলাম, জসিম উদ্দিনসহ কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।