ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পর্দা উঠলো সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল কনভেনশনের 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
পর্দা উঠলো সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল কনভেনশনের  দ্বোধন অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটে সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল কনভেনশনের পর্দা উঠলো। শনিবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। তারা বলেন, এই কনভেনশন প্রবাসীদের নানা সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে।

 

বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারীরা দেশে আসার পর বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। তারা এসব হয়রানির অবসান চান।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবাসীদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো আইন প্রণয়ন করবে না। প্রবাসীদের বাড়িঘর রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা তৎপর থাকবে।

বক্তারা বছরের একটি দিনকে ‘এনআরবি ডে’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস্ সামাদ চৌধুরী কয়েস, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন, বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও বৃটিশ-বাংলাদেশ চেম্বার সভাপতি এনাম আলী এমবিই।

সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্সসহ বিশ্বের ২৪টি দেশের সহস্রাধিক প্রবাসী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।