রোববার (২২ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ও কলারোয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেদ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য কাজী আসাদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ওলিউর রহমান।
সভায় বক্তারা দাবি আদায় না হলে ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আল্টিমেটাম দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ