ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দণ্ডাদেশ প্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
হবিগঞ্জে দণ্ডাদেশ প্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২০

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল থেকে আবিদ আলী (৩২) নামে এক বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

একই এলাকার আবিদ আলী ২০১০ সালে দায়ের একটি চুরি মামলায় এক বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ১৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।