সোমবার (২৩ অক্টোবর) দুপুরে টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অফিস কার্যক্রমের নোটিশ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।
আগের দেওয়া নোটিশটি এখনো কার্যকর করা হয়নি বলেও জানান টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান।
এর আগে এক নোটিশের মাধ্যমে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সংগঠনগুলোর অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসকেবি/জিপি