সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে গুইমারার দক্ষিণ হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ব্রাহ্মণবাড়ীয়ার ফারুক মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সকালে তাস খেলাকে কেন্দ্র করে স্ত্রী জান্নাত বেগমের সঙ্গে মোখলেছ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোখলেছ জান্নাতের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘাতক স্বামীকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় নিহত গৃহবধূর বাবা ফারুক মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিএস