সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জনগণকে অবহিতকরণ ও অংশগ্রহণকে উৎসাহিত করতে এটুআই প্রোগ্রামের সহায়তায় প্রেসব্রিফিং অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিস স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদল চন্দ্র হালদার, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আওয়ামী লীগ নেতা মো. কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।
অর্থ সহায়তাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন-চিলমারী উপজেলার শ্যামল কুমার বর্মণ, নাগেশ্বরী উপজেলার সাইফুর রহমান এবং সাংবাদিক হজরত আলীর স্ত্রী সাহেরা বেগম।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এফইএস/আরআর