সোমবার (২৩ অক্টোবর) দুপরে জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সবুজ বেপারী (৩৩) বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরণ এলাকার তৈয়ব আলী বেপারীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ নভেম্বর বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ বেপারীকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। পরে এ ঘটনায় ওইদিনই কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. ফয়সাল আহমেদ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
একই বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম শাহীন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সবুজ বেপারীর উপস্থিতিতে আদালত এ রায় দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/