ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
হোসেনপুরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

রবি ২০১৭-১৮ মৌসুমে ভূট্টা, সরিষা ও পরবর্তী খরিপ-১/১৭-১৮ মৌসুমে গ্রীম্মকালীন মুগ ফসলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ।

এসময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।