সোমবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো. আবু সুফিয়ান, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো. আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে একাধিক মন্ত্রী থাকা সত্ত্বেও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পায়নি। কিন্তু এমপি আবু জাহির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে থেকে হবিগঞ্জবাসীর জন্য উপহার হিসেবে একটি মেডিকেল কলেজ নিয়ে এসেছেন। হবিগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবু জাহির এমপি’র এই অবদানের কথা কোনোদিন ভুলবে না।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি