সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ১৩ মিনিটে সুষমাকে বহনকারী বিশেষ বিমানটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানঘাঁটি ত্যাগ করে।
বিদায় জানাতে উপস্থিত হন পররাষ্ট্র সচিব শহীদুল হক, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
রোববার (২২ অক্টোবর) ঢাকা আসেন সুষমা। সফরে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কথা হয় রোহিঙ্গা ইস্যুতে।
ঢাকা ত্যাগের আগে সোমবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সসহ ভারতীয় অর্থায়নে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সুষমা স্বরাজ।
সুষমা বলেন, নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমি খুশি। এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়ার আশা করছি।
৭১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে পাঁচতলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে পাঁচতলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ