ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুর বাড়িতে মেয়ে জামাতার রহস্যজনক মৃত্যুতে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
শ্বশুর বাড়িতে মেয়ে জামাতার রহস্যজনক মৃত্যুতে মানববন্ধন 

লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে মেয়ে জামাতার রহস্যজনক মৃত্যুর ঘটনাকে হত্যা দাবী করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 

সোমবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর পৌর এলাকার সাহাপুর ও পার্শ্ববর্তী গ্রাম পার্বতীনগরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।  

জামাই আব্দুল মালেক মানিক তার শ্বশুরের কাছে ৪ লাখ টাকা জমা রাখেন।

ওই টাকা চাইলে শ্বশুর বাড়ির লোকজন তা না দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে । এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে নিহতের পরিবার ও এলাকাবাসী।

ঘটনার পর থেকে মানিকের শ্বশুর জাহাঙ্গীর, চারজন শ্যালক ও স্ত্রী শাহনাজ পলাতক রয়েছেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

নিহত আব্দুল মালেক পৌর বাঞ্ছানগর সাহাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।  

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার পার্বতীনগর গ্রামের ফজুমিয়া ব্যাপারি বাড়িতে ( নিহত মালেকের শ্বশুর বাড়ি) আব্দুল মালেক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন মালেককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।