সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর রামমোহন মার্কেটের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসের সিনিয়র কর্মকর্তা হুমায়ন কবীর।
হুমায়ন কবীর বলেন, রংপুর জেলাকে ব্র্যান্ডিং করতে জেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে জড়িত বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলোকে সারা দেশের সামনে উপাস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরা হবে।
উদাহরণ হিসেবে রংপরের ঐতিহ্যবাহী কুটির শিল্প শতরঞ্জীর কথা তুলে ধরে তিনি বলেন, রংপুরের ঐতিহ্যের সাথে জড়িত বিষয়গুলোর বিশেষ উন্নয়ন ঘটানোর মাধ্যমে জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করা হবে।
অনলাইন পোর্টাল কিশোর বাতায়নের প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, এ পোর্টালের মাধ্যমে শিশু কিশোররা অপসংস্কৃতির কবল থেকে মুক্তি পাবে। এই পোর্টালে শিশু কিশোরদের জন্য প্রয়োজনীয় বিনোদন, খেলাধুলা ও পড়াশুনার বিষয় থাকবে।
নতুন উদ্ভাবক খোঁজার বিষয়ে হুমায়ন কবীর বলেন, জেলার বিভিন্ন এলাকায় অনেকে নিজ উদ্যোগে জনকল্যাণকর বিভিন্ন উপকরণ ও আইডিয়া উদ্ভাবন করেছে। এই উদ্ভাবনগুলো সংগ্রহ করা গেলে রংপুর জেলার পাশাপাশি গোটা দেশ উপকৃত হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এডিসি (শিক্ষা ও আইসিটি) রাশিদুল মান্নান , জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ আলী, রংপুর বিসিকের উপ ব্যবস্থাপক খাইরুল আলমসহ রংপুরের স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমজেএফ