সোমবার (২৩ অক্টোবর) রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রতিদিনের সংবাদের রংপুর জেলা প্রতিনিধি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান বাবলু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ফটো সাংবাদিক আবুল হোসেন বাবলু, ৩০ ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্য বিপ্লব রহমান, পত্রিকা এজেন্ট খোরশেদ আলম, রাশেদ প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে জিসানের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিএস