নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার আমবাগান এলাকা থেকে মানবপাচারকারী আব্দুল বাতেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিআইডি হেড কোয়ার্টারের উপ-পরিদর্শক (এসআই) ক ম আব্দুল হালিম।
তিনি জানান, রোববার (২২ অক্টোবর) রাতে বাতেনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতার বাতেন মুন্সিগঞ্জের পুরুমিয়ার আদমজী এলাকার আব্দুল জলিলের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।