সোমবার (২৩ অক্টোবর) কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে বাংলানিউজ আয়োজিত ‘রোহিঙ্গা সংকট, বাস্তবতা ও পরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
স্বাগত বক্তব্যে এডিটর ইন চিফ বলেন, গোলটেবিল আলোচনাটা আমরা ঢাকায়ও করতে পারতাম।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনের। তবে এবারের মতো বড় সংকট আগে হয়নি। আমাদের যারা এই সংকটের খবর কাভার করেছেন, তাদেরও এখানে নিয়ে এসেছি। যে বর্বরতা তারা দেখেছেন তা তারা বর্ণনা করবেন।
এডিটর ইন চিফ আলমগীর হোসেন আরও বলেন, শুরুতেই (১৯৭৮ সালে) এই সমস্যা সমাধান করা গেলে এখন এই পরিস্থিতি হতো না। রোহিঙ্গা সমস্যা নিয়ে বিচ্ছিন্নভাবে নানা কথা হচ্ছে। কিন্তু এটা সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই।
গোলটেবিল আলোচনায় উপস্থিত রয়েছেন- কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জিল্লুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আব্দুল কালাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।
***রোহিঙ্গারা ফেরত না গেলে দেশের জন্য হুমকি হবে
***রোহিঙ্গারা এতোটা ‘ওয়েলকাম’ পাবে আশা করেনি
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএ