সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কেদারখোলা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আবুল কাসেম (৫৯) ও তার ছেলে জিয়াউর রহমান (২০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেত্তয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারখোলা গ্রামে অভিযান চালিয়ে ১২৫০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি