ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় রাব্বি (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাব্বি শহরের ইটাগাছা এলাকার সোহাগ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার মায়ের সঙ্গে বিকেলে খুলনা থেকে বাসে করে বাড়ি আসছিল। পথে বিনেরপোতা এলে সে বমি করার জন্য বাসের জানালা দিয়ে বের করে। এদিকে, খুলনাগামী একটি ট্রাক বাসটি ঘেঁষে যাওয়ার সময় শিশুটির  মাথা কেটে প‌ড়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলা‌নিউজ‌কে জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।