সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টা ৫৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকে ৩০ তলা ভবনের ১৮ তলার বারান্দায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের কন্টোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫ টা ৫৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকে ৩০ তলা ভবনের ১৮ তলার বারান্দায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়। তবে ব্যাংকটির সামনে ফায়ার সার্ভিসের একটি টিম সব সময় মজুত থাকায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পাঠানো ইউনিট গুলো ফেরত আনা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছিল।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসজেএ/আরআইএস/