ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় অবৈধ ২ ক্লিনিক সিলগালা ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মাগুরায় অবৈধ ২ ক্লিনিক সিলগালা ও জরিমানা

মাগুরা: মাগুরা শহরের দুটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া এ অভিযান পরিচালনা করেন।

জাকারিয়া বাংলানিউজকে জানান, দুপুরে শহরের ভায়নার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন শারমিন ক্লিনিকে অভিযান চালিয়ে রোগী ভর্তি, সিজারিয়ান অপারেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় ক্লিনিকের মালিক শারমিন আক্তারকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

অপরদিকে, বেলা ১২টায় হ্যাপি ক্লিনিক নামে একটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে ম্যানেজারকে দুই হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়।  

অভিযানে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান ও সিভিল সার্জন এর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।