ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর: সংবাদ প্রকাশ করা কারণে দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিকরা। 

সোমবার (২৩ অক্টোবর) রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রতিদিনের সংবাদের রংপুর জেলা প্রতিনিধি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান বাবলু, রিপোটার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দফতর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ফটো সাংবাদিক আবুল হোসেন বাবলু, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্য বিপ্লব রহমান, পত্রিকা এজেন্ট খোরশেদ আলম, রাশেদ প্রমুখ।

 

বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে সাংবাদিক জিসানের ওপর হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। সাংবাদিক সমাজের ওপর হামলা দেশের কোনো সাংবাদিক মেনে নেবে না।  

এ হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।