সোমবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা সদরের উপজেলার টুপামারী ইউনিয়নের ঢুলিয়া শালমারা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিপু রায় (২৪) ওই শালমারা গ্রামের জলেশ চন্দ্র রায়ের ছেলে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে জানান, দিপুর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি