ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চোরাই মালামালসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সিলেটে চোরাই মালামালসহ আটক ১ সিলেটে চোরাই মালামালসহ আটক ১

সিলেট: চুরির ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো সিলেট নগরীর তালতলাস্থ ওয়ালটন প্লাজার চোরাই মালামাল। চুরির ঘটনায় সম্পৃক্ত সোহাগ আহমদ (২৯) নামে এক যুবককে সোমবার (২৩ অক্টোবর)  দুপুরের দিকে নগরীর করিম উল্লাহ মার্কেট থেকে আটক করা হয়েছে।

আটক সোহাগ আহমদ সুনামগঞ্জ সদরের হাছননগর জয়নাল আহমদের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোর রাতে কোনো এক সময় নগরীর তালতলাস্থ ওয়ালটন প্লাজায় চুরির ঘটনা ঘটে।

চোরেরা শো-রুমের পেছনের বাথরুমের জানালা ভেঙে ভেতরে ঢোকে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্টরা থানায় অভিরযাগ করেন। দুপুরে নগরী থেকে সোহাগকে আটক করে পুলিশ।  

পরে তার দেওয়া তথ্য মতে জিন্দাবাজার রাজমনী আবাসিক হোটেল থেকে ওয়ালটনের ২৯টি বিভিন্ন ধরণের স্মার্ট ফোন, ৬টি ল্যাপটপ, ৪টি চার্জার লাইট, একটি মনিটর সিপিও, একটি হেয়ার ড্রায়ার, সিসি ক্যামেরার ডকুমেন্টসহ ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ইবায়দুল্লাহ নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেন।  

চুরির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।