ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে স্যানিটেশন মাস ও হাত দোয়া দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
নাটোরে স্যানিটেশন মাস ও হাত দোয়া দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে শহরের কানাইখালী মাঠ থেকে একটি র‌্যালি বের করে জনস্বাস্থ্য অধিদফতর। র‌্যালিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে হাত দোয়া ও আলোচনা সভা করা হয়।

এসময় জনস্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন বক্তব্য রাখেন।

এতে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্যানিটেশনের কর্মকর্তা ও জেলার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।