ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ই সেবা বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
পটুয়াখালীতে ই সেবা বিষয়ক সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ই সেবা বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ই-সেবা বিষয়ক জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের দরবার হলে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে (এটুআই) প্রোগ্রাম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা, জীবন-জীবিকা, মানব উন্নয়ন, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণের বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাকির হোসেন।

জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।