মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা চিতাখোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- রানা হাওলাদার (২৮), কামাল হোসেন (৩৭), শাওন (২৫) ও কামাল বেপারি (৩২)।
র্যাব-১০ ক্রাইম প্রিভিনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ডাকাত চক্রটি ওই এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৪ জনকে আটক করা হয়। এসময় কয়েক ডাকাত পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বিএস