ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ ডাকাত আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাত আটক হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা চিতাখোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  

আটকরা হলো- রানা হাওলাদার (২৮), কামাল হোসেন (৩৭), শাওন (২৫) ও কামাল বেপারি (৩২)।

তাদের কাছ থেকে ২টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১০ ক্রাইম প্রিভিনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ডাকাত চক্রটি ওই এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৪ জনকে আটক করা হয়। এসময় কয়েক ডাকাত পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।