ফ্লাইওভারটি উন্মুক্ত করা হলে মৌচাক, মালিবাগ, বাংলামোটর, রাজারবাগ, শান্তিনগর, মগবাজার এলাকার যানজট অনেকটাই কমে যাবে। কেননা এখন যারা রাজারবাগ পুলিশ লাইন বা কমলাপুর স্টেশনে যেতে চাইবে তারা বাংলামোটর অংশ থেকে ফ্লাইওভারে উঠলে বাধাহীনভাবে রাজারবাগ পৌছে যাবেন কয়েক মিনিটেই।
একইভাবে রামপুর, শান্তিনগর যাওয়া যাবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে ফ্লাইওভারে গিয়ে দেখা যায় শ্রমিকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন শেষ কাজটুক সেরে নিতে। ফ্লাইওভারের প্রতিটি ল্যাম্পপোস্ট ঠিক আছে কি না দেখে নিচ্ছেন। পুরো ফ্লাইওভার বিভিন্ন রং এর লাইটিং করা হয়েছে। শোভা পাচ্ছে রং বেরং এর পতাকা। এটিই বোধ হয় দেশের প্রথম ফ্লাইওভার যেখানে ট্রাফিক সিগনাল বাতি রয়েছে। অর্থাৎ ফ্লাইওভারে গিয়েও মাঝখানে সিগনালের অপেক্ষা থাকা লাগতে পারে।
ফ্লাইওভার উদ্বোধনের জন্য একটি অস্থায়ী মঞ্চও তৈরি করা হচ্ছে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটির উদ্বোধন করবেন। অস্থায়ী মঞ্চে হয়তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, ঢাকা দক্ষিণের মেয়র ও রাজনৈতিক নেতারা থাকবেন। সেজন্যই বড় পরিসরে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে।
ফ্লাইওভার কেন্দ্র করে পুরো এলাকার মানুষের মাঝে একধরণের উৎসব বিরাজ করছে। গভীর রাতেও একটি পরিবার ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে দেখছেন এর চর্তুদিক।
ফ্লাইওভারে কর্মরত শ্রমিক সাজ্জাদ বাংলানিউজকে বলেন, ‘আমাদের এখনো কিছু কাজ বাকী আছে। ফ্লাইওভারে রেলিং, দুইটা স্প্যানের মাঝখানের ফাঁকা জায়গাগুলো ঠিক করা। এরকম হাল্কা কিছু কাজ বাকী আছে। যা উদ্বোধনের পরেও করা যাবে। ’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্য দিয়ে খুলবে দীর্ঘ ৬ বছরের অপেক্ষার প্রহর।
প্রায় ৮ দশমিক ২৫ কিলোমিটারের এই ফ্লাইওভারের ফলে সাতরাস্তা, এফডিসি, মগবাজার, মগবাজার রেলক্রসিং, মৌচাক, শান্তিনগর, মালিবাগ এলাকার যানজট নিমিষেই স্বস্তির বাতাস বইবে।
ফ্লাইওভারটি চালু হওয়ার পর বাংলামোটর থেকে রাজারবাগ যেতে ৫ মিনিট সময় লাগবে। কেননা কোথাও কোনো সিগনাল ছাড়াই নির্বিগ্নে চলে যাওয়া যাবে। আবার রামপুরা যেতে চাইলে আবুল হোটেল থেকে উঠতে পারবেন ফ্লাইওভারে। এভাবে হাবিবুল্লাহ বাহার কলেজ, নয়া পল্টন, পুরানা পল্টন, গুলিস্তানসহ আশপাশের এলাকার গাড়িগুলো এখন বাধাহীন ভাবে চলতে পারবে।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসএম/বিএস