ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে চোরাই চা পাতা ও মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
হবিগঞ্জে চোরাই চা পাতা ও মদ জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি চোরাই চা পাতা ও ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ অক্টোবর) সকালে জেলার মাধবপুর ও সাতছড়ি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের আধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, সকালে মাধবপুরের চিমটিবিল সীমান্তফাঁড়ির নায়েক সুবেদার লোকজমান আহমেদসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি চা পাতা জব্দ করেন।

যার আনুমানিক মূল্য সাড়ে ৮ হাজার টাকা। চা পাতাগুলো পাচারকারীরা ভারতে নিয়ে যাচ্ছিলো বলেও জানান তিনি।

এদিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হাকিমসহ একদল বিজিবি সদস্য ওই এলাকা থেকে ১৯ বোতাল ভারতীয় মদ জব্দ করেন। তবে জড়িতরা পালিয়ে যায়। জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৮ হাজার টাকা বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।