বুধবার (২৫ অক্টোবর) ভোরে তাদের উদ্ধার করা হয়। তারা বর্তমানে মুজিবনগর থানা হেফাজতে রয়েছে।
মুজিবনগরের নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯ নং এর নিকট গেট দিয়ে তাদের পুশব্যাক করেছে বিএসএফ। তবে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সিরাজুল ইসলাম কিছুই জানেনা বলে জানিয়েছেন।
পুলিশ জানায়, ভোরে কেদারগঞ্জ বাজারে ওই ছয়জন অবস্থান নেয়। তাদের কথা-বার্তা অন্য রকম দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে ভারতের পাঞ্জাবে চলে যায় তারা। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনগত রাতে গাড়িতে করে পুলিশ তাদের সীমান্তে নিয়ে আসে। ভোরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উদ্ধার করা রোহিঙ্গাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই