ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিকসহ ১৭ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিকসহ ১৭ নারী-পুরুষ আটক বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিকসহ ১৭ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর): অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে যশোরের বেনাপোল সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আলাদা দুটি অভিযানে বেনাপোল সীমান্তের আবুশামের মোড় ও সাদিপুর বেলতলার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।  

বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে একদল নারী-পুরুষ সীমান্ত পারের চেষ্টা করছে।

পরে তারা অভিযান চালালে পাচারকারী পালিয়ে যায়। এসময় সেখান থেকে দুই ভারতীয় নাগরিকসহ ১৭ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, বাংলাদেশি নাগরিকরা কাজের জন্য ভারতে যাচ্ছিল। আর ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য অবৈধভাবে প্রবেশ করেছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আটকদের বুধবার (২৫ অক্টোবর) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭ 
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।