বুধবার (২৫ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু, ১০ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
বিজিবি’র তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ওই ২১ জন বিভিন্ন সময়ে কাজের খোঁজে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভোরে সেখান থেকে একই ভাবে তলুইগাছা সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় আটক হন তারা।
আটক সবাইকে থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই