ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
নীলফামারীতে স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা

নীলফামারী: নীলফামারীতে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নীলফামারী পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সহযোগিতায় এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
 
নীলফামারী পৌরসভা থেকে র‌্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, পৌর কাউন্সিলর ঈশা আলী, আব্দুল মালেক, কলিম উদ্দিন, বাদশা আলমগীর, গোলাম কিবরিয়া ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নূরজাহান বেগম।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।