বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নভো নরডিক্সের সহোযোগিতায় এ ক্যাম্পে প্রথম দিন ডায়াবেটিকস এবং দ্বিতীয় দিনে চোখের চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রিপোর্টারস ইউনিটির কার্যকরী সদস্য নুরুল ইসলাম হাসিবের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, 'ডায়াবেটিকস আজকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমি নিজেও এ রোগে আক্রান্ত। এ থেকে বাঁচাতে হলে আমাদের সচেতন হতে হবে। নিয়মিত হাঁটতে হবে, ফাস্ট ফুড বর্জন করতে হবে।
রোহিঙ্গা ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে মায়ের মমতায় আশ্রয় দিয়েছেন। যে কারণে তাকে মাদার অব হিউম্যানিটি বলা হচ্ছে। আরাকানে কোনো স্কুল নেই, চিকিৎসা কেন্দ্র নেই। যে কারণে তারা আমাদের দেশে ঢুকছে শরীরে বিভিন্ন ধরনের রোগ নিয়ে। আমরা স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের মাধ্যমে রোহিঙ্গাদের চিকিৎসা দিচ্ছি। বিভিন্ন রোগের টিকা দিচ্ছি, যা তারা আগে পায়নি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওর্য়াকের সিইও ডা. এম এ সামাদ, বারডেম হাসপাতালের অ্যান্ডোক্রিনোলোজি বিভাগের প্রধান ফারুখ পাঠান, নভো নরডিক্সের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ শেঠি এবং লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআইজে/এএটি