বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার হাসলা খোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অসীম ওই উপজেলার সোনাতনী ইউনিয়নের ছোট চাঁনতারা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, হাসলা খোলা গ্রামের শাহীনের বাড়িতে কাজ করতো অসীম। দুপুরে রোদে কাঁথা শুকানোর জন্য সে ঘরের টিনের চালে ওঠে। এসময় অসাবধানতাবশত টিনের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা অসীমকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/