আটককৃতরা হলেন- সদর উপজেলার ধড়মপুর এলাকার মনিরা ও জাকিয়া।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক বেচার উদ্দেশে ওই এলাকার একটি ভবনে অবস্থা করছে দুই নারী। এসময় সদর থানার ইন্সপেক্টর আমবারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ওই দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস