বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।
জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
সড়ক ও জনপথ বরিশালের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সড়ক ও জনপথ বিভাগের অনেক জমি বেদখল রয়েছে। দখলদাররা তা নিজেদের কব্জায় রেখেছে। রুটিন কার্যক্রমের আওতায় জমি উদ্ধার করা হচ্ছে।
এরআগে সোমবারও (২৩ অক্টোবর) একই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় আড়াইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/জেডএস