বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এসব ব্যাপারে পরামর্শমূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
এসময় বিদ্যালয়ের ৫৮জন শিক্ষক ও ১৭শ শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ।
এসব দ্বারা কোমলমতি শিক্ষার্থীরা হয়রানি হলে তাদের মেধা কমে যায় দুঃশ্চিন্তা বাড়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনা। এ থেকে শিক্ষার্থীদের করণীয় ও সহজে আইনের সহযোগিতা পাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে আরো মনযোগী হওয়ার জন্য শিক্ষকদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, ফতুল্লাকে একেবারে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে আমরা দৃষ্টি দিয়েছি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সহযোগিতায় শিক্ষার্থীদের পাঠদানে উন্নতি, ইভটিজিং বাল্যবিয়ে অপসংস্কৃতি ও জঙ্গিবাদ রোধে দিক নির্দেশা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক খন্দকার মোহাম্মদ ইউনুছ, আব্দুস সোবহান, স্থানীয় ইউপি সদস্য আলী আকবর, সামাজিক সংগঠন বন্ধন গার্ডেনের সাধারণ সম্পাদক রোমান চৌধুরী সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএটি