ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শেখ রাসেল শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কুড়িগ্রামে শেখ রাসেল শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কুড়িগ্রামে শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা নদীর তীরে শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা সেতুর পূর্বপ্রান্তে সড়ক বিভাগের অধিগ্রহনকৃত ২২ একর জমির ওপর এই ভিত্তি স্থাপন করেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশিদ আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল বাংলানিউজকে জানান, কুড়িগ্রাম পৌরসভার তত্বাবধানে প্রস্তাবিত বাজেট অনুযায়ী শেখ রাসেল পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে খুব শীঘ্রই।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।