ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে কোপানোর ঘটনায় গ্রেফতার ৩ জন কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
স্কুলছাত্রীকে কোপানোর ঘটনায় গ্রেফতার ৩ জন কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে রিতু আক্তার নামে এক স্কুলছাত্রীকে কোপানোর ঘটনায় গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রিতু মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচনী পরীক্ষা দিচ্ছিলো।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের রুহুল আমীনের সঙ্গে বড় ভাই নুরুল ইসলামের একটি গাছ নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুরুল ইসলামের দুই ছেলে রিপন ও রিমন চাচাকে মারতে গেলে কুড়ালের কোপে গুরুতর আহত হয় রুহুল আমীনের মেয়ে রিতু আক্তার।  

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় রুহুল আমীন বাদী হয়ে রাতেই বড় ভাই, ভাবি, ভাতিজাদের নামে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ নুরুল ইসলাম, তার ছেলে রফিকুল ইসলাম রিপন ও রিমন মিয়াকে গ্রেফতার করে দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।