ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জুরাছড়িতে সমাজসেবার সুদ মুক্ত ঋণের চেক বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জুরাছড়িতে সমাজসেবার সুদ মুক্ত ঋণের চেক বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ চেক বিতরণের আয়োজন করা হয়।

ঋণের আওতায় উপজেলার ৪৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কার্যালয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, এক নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কানন চাকমা, জেলা সমাজসেবার উপ পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলার মহিলা বিষয়ক কর্মকতা তরুণ চাকমা প্রমুখ।

রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিজয়গিরি চাকমা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।