ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ প্রল্লাদ কুমার দাস (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে দুপুরে সদর থানার আলামপুর দাসপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

প্রল্লাদ দাসপাড়ার মৃত হরেন দাসের ছেলে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) গোলাম মোর্শেদের নেতৃত্বে দাসপাড়ার মাদক বিক্রেতা প্রল্লাদকে নিজ বাড়ি থেকে ৪৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।