ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৮৩০ যাত্রীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৮৩০ যাত্রীর জরিমানা

গাজীপুর: গাজীপুরে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৮৩০ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে বিভিন্ন ট্রেনে ব্লক চেকিং অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (চট্টগ্রাম) সরদার শাহদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পরে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে ৮৩০ যাত্রীর কাছ থেকে টিকিট মূল্য ও জরিমানা বাবদ প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়।

এ সময় এটিএস (টিকিট চেকিং) প্রণবেশ সরকার, রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ (ঢাকা) মো. খায়রুল আলমসহ রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।