বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে আসা এক প্রবাসীর স্ত্রীর মোবাইল চুরির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের হারিছ মিয়ার স্ত্রী নাজমা খাতুন (২৫) ও একই গ্রামের সনু মিয়ার মেয়ে সুফিয়া বেগম (১৫)।
সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন নাজমা ও সাফিয়া। এসময় স্থানীয়রা তাদের আটক করে। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/